• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সরাইলে ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৩ , ৪:০৩:২৪ প্রিন্ট সংস্করণ

    সরাইল  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি আল মামুন খান।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার পক্ষে সরাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া মোড় থেকে তিন শতাধিক মানুষের উপস্থিতে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এসে পথসভায় মিলিত হন।

    সরাইল উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আবিদুল্লাহ বাপ্পির সভাপত্বিতে ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মফিজুর রহমান রনি পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, দুবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির (রওশন) সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

    এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েদ হোসেন মিল্লাত, সিনিয়র সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সিজার, বর্তমান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার, আকাশসহ আরো অনেকই।

    প্রধান অতিথি জিয়াউল হক মৃধা বলেন, সম্ভবত এই নির্বাচন আমার শেষ নির্বাচন, যেহেতু শেষ নির্বাচন সরাইল আশুগঞ্জ বাসীর কাছে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আমাকে শেষমেষ নির্বাচিত করুন ঈগল প্রতীক কে ভোট দিন। আমি কি দেব আমি বিশেষ করে দুই তিনটা জিনিস দেব, একটা হলো উন্নয়ন অন্যটা হলো শান্তি, আর সামাজিক ন্যায় বিচার এগুলো নিশ্চিত বিধান আমি করব ইনশাল্লাহ।

    তিনি আরো বলেন, এখানে যারা আছেন তারা আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা কিছুদিনের মধ্যে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে যাব। পরবর্তী তোমরা যারা আছো। তোমরা এই সরাইলের ভবিষ্যৎ, তোমরাই সরাইলের নেতা, তোমরাই সরাইলের রাজধানী। এই প্রজন্মের প্রতি আমার উদাত্ত আহ্বান যেকোনো বিনিময়ে সরাইলের ইতিহাস ঐতিহ্য কে ধরে রাখতে হবে। কোন অপশক্তি কোন দালাল আমাদের ঐক্যকে যেন বিনাশ না করতে পারে সেদিকে তোমরা সজাগ দৃষ্টি রাখবে।

    আরও খবর

    Sponsered content