চট্টগ্রাম

ঈদগাঁওতে পুলিশের টহল জোরদার

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ৩:৩৬:১২ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাঁও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। ওসি এ ডিউটি কার্যক্রম তদারকি করছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।
জানা গেছে, ছিনতাই, চুরি, মাদক কারবারীসহ অন্য অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনাই এ টহল কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি ট্র্যাফিক ব্যবস্থা স্বাভাবিক রেখে জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনার দিকেও বিশেষ নজর দিচ্ছে পুলিশ সদস্যরা। পুলিশের এ দৃশ্যমান এবং সক্রিয় উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন এলাকার অনেকে।

আরও খবর

Sponsered content