• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    দর্শনা সীমান্ত ১০টি স্বর্ণের বার উদ্ধার করছে বিজিবি

      মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ ২৩ মার্চ ২০২৩ , ৪:২১:৪০ প্রিন্ট সংস্করণ

    দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ১শ ৬৩গ্রাম ওজনের ১০টি স্বর্নের বার উদ্ধার করেছে  বিজিবি । ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

    বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে চুয়াডাঙ্গা বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে ঝাঝা ডাঙ্গা চৌরাস্তার মোড়ে অভিযান চালায়।
    এ সময় বিজিবির সুলতানপুর ক্যাম্পের  টহলদল নায়েক দিদার বাদশা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সীমান্তের পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার পাশে বিভিন্ন গাড়ীতে অভিযান চালায়।
    এসময় ১টি ব্যাটারী চালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহলদল সেই ব্যাটারী চালিত ভ্যানটি গতিরোধ করে।
    এসময় ভ্যানে অবস্থানরত এক চোরাচালানী বিজিবির টহলদলকে দেখতে পেয়ে দ্রুত পাখিভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পবে বিজিবি পাখিভ্যানের উপর থেকে জব্দকৃত গমের ভূষির বস্তাটি তল্লাশী করে ছোট বড় ১০ টি স্বর্ণের বার উদ্ধার করে।টহলদল ভ্যান চালককে জিজ্ঞাসা করলে সে পালিয়ে যাওয়া ব্যক্তিকে চিনে না বলে জানায়। ফলে জবাদকৃত সোনা নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে। আটককৃত স্বর্ণের বারগুলি সন্ধায় চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content