• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    নাটোরের লালপুরে জমিজমাকে কেন্দ্র করে জামাই শশুরের মধ্যে গোলাগুলি আহত ৬

      ওমর ফারুক খান লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৭ মার্চ ২০২৩ , ১০:৪০:১০ প্রিন্ট সংস্করণ

    নাটোরের লালপুরে জমিজমাকে কেন্দ্র করে জামাই শশুরের মধ্যে দু’পক্ষের দেশীয় অস্ত্র সহ গোলাগুলির সংঘর্ষে ৬ জন রক্তাক্ত জখম হয়েছে বলে জানা গেছে।

    রোববার (২৬ মার্চ-২০২৩) রাত ৯ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর শেরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
    পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, জমি জমার ভাগাভাগিকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ঐ গ্রামের বাসিন্দা শশুর আমিরুল ইসলাম ও জামাই তাশেম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিক বার হাতাহাতির ঘটনাও ঘটেছে। হঠাৎ করে রোববার রাতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া, জিল্লুর সহ আরো কয়েকজন বিরোধপূর্ন জমিতে দখল নিতে যায়। এ সময় প্রতিপক্ষ তাশেমের নেতৃতে তার ছেলে সহ দেশীয় অস্ত্রে সজ্জিত ১০ থেকে ১৫ জনের একটি দল আমিরুল ইসলামদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আমিরুল ইসলাম সহ দু’পক্ষের অন্তঃত ৬ জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া সহ ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এলাকাবাসী জানায় সংঘর্ষের সময় ২ থেকে ৩ রাউন্ড গুলি বর্ষনের শব্দ শোনা গেছে।
    এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন,অভিযুক্তরা মামলা দায়ের করেছেন আসামিদের ধরার চেষ্টা চলছে, ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

    আরও খবর

    Sponsered content