• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ১০ টাকার সুপারশপ ব্যাগ ভর্তি বাজার

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি- ২৮ মার্চ ২০২৩ , ১১:১৭:৫২ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।

    ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারনের মাঝে সর্বমোট ৫০০ টি পরিবারের মাঝে ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজারের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার, লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তাফা, পিএসসি, জি। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে আগত অতিথি তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তব্য সমাপনান্তে প্রধান অতিথি কর্তৃক ১০ টাকার সুপারশপ উদ্বোধন করা হয়। ১০ টাকার সুপারশপে ছিল ৩ টাকায় এক লিটার সয়াবিন তেল, ২ টাকায় তিন হালি ডিম, ৬ টাকায় একটি মুরগি, ১ টাকায় এক কেজি আলু, ৩ টাকায় এক কেজি চিনি, ৫ টাকায় একটি মাছ, ১ টাকায় এক কেজি চাল, ১ টাকায় এক কেজি লবন, ৩ টাকায় এক কেজি ডাল ইত্যাদি।

    ১০ টাকার সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজার পেয়ে অসহায় হত দরিদ্র মানুষের মুখে হাসি। গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content