• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পলাশবাড়ীতে পুলিশের সাইলেন্স বাজিয়ে নারী-শিশুর উপর অতর্কিত হামলা

      মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ৩০ মার্চ ২০২৩ , ৩:০৮:২০ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ঠুটিয়াপাকুর বাজার নামক এলাকায় ঘটনাটি ঘটে।গতকাল  দিবাগত রাত্রি আনুমানিক ২টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের স্থানীয় ঠুটিয়াপাকুর বাজার নামক এলাকার মরহুম খাজা মিয়ার ছেলে হারুন -অর- রশিদের বসত-বাড়িতে পুলিশের সাইলেন্স বাজিয়ে মধ্যরাতে ঘুমন্ত নারী-শিশুর ওপর অতর্কিত হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায় ।এই অতর্কিত হামলায় কমপক্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায় । ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের স্থানীয় ঠুটিয়াপাকুর বাজার নামক এলাকার মরহুম খাজা মিয়ার ছেলে হারুন- অর-রশিদের সাথে একই গ্রামে শেফাউল চৌধুরীর ত ছেলে শিহাব ও সোহেব মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

    এরি ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত্রি আনুমানিক ২টার দিকে শেফাউল চৌধুরীর ছেলে শিহাব ও সোহেব এর নেতৃত্বে আনুমানিক ২৫/৩০ জনের একটি স্বশস্ত্র বাহিনী পুলিশের সাইলেন্স বাজিয়ে প্রতিপক্ষ হারুন অর-রশিদের বসত-বাড়ীতে ঘুমন্ত নারী-শিশুসহ মানুষের উপরে অর্তকিত হামলা লুট-পাট ও ব্যাপক ভাংচুড় চালায়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।হামলার আহতের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলেনঃ- মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের স্থানীয় ঠুটিয়াপাকুর বাজার এলাকার মরহুম খাজা মিয়ার ছেলে আব্দুল হামিদ, তার সহধর্মিণী হামিদা বেগম, হাবিবুর রহমানের সহধর্মিণী রুবিনা আক্তার, হামিদ মিয়ার সহধর্মিণী রুকছানা, হারুন অর-রশিদের সহধর্মিণী হাওয়া বেগম ও খাজা মিয়ার ছেলে হারুন মিয়া আহত হন।এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।এবিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,এখনও পর্যন্ত কোনো প্রকার অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content