• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • পাঁচমিশালি

    সাপুরিয়া সেজে তাবিজ বিক্রির নামে সাধারণ জনগনের টাকা আত্মসাৎ

      মো বিপ্লব হোসেন, পঞ্চগড় প্রতিনিধি: ৫ এপ্রিল ২০২৩ , ৭:০৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমর খানা ইউনিয়ন এর মডেল বাজার আখ-ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে গত (০৪-০৪-২০২৩)ইং তারিখে রাত (৮:৩০ মিনিট) এ সাপুরিয়া খোকন ভান্ডারি(৪৫) নামে ও তার সহযোগী মোঃ ওবাইদুল রহমান (৩৫) ও আর এক সহযোগী সহ সাধারণ জনগণের কাছে লজ্জাবতী গাছ তাবিজের নামে বিক্রি করে জন প্রতি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে।তাবিজ বিক্রির সেশে সাপুরিয়ার খেলা দেখার স্থান থেকে সাইটে ডেকে নিয়ে মানুষের কাছে টাকা নিয়ে হাতে গাছের কিছু বাকল ধরিয়ে দেয় । এবং বনানো কিছু বানোয়াট গল্প বলে একজনের পর একজনের কাছ থেকে এভাবে টাকা আর্তসাদ করতেছে বলে জানায় ঐ সময়ে থাকা কয়েকজন মুরুব্বিগন।

    ঐ অভিযোগটির বিষয় জানতে চাইলে সাপুরিয়া খোকন এর কাছে তিনি গাছ বিক্রির বিষয়টি স্বীকার করেন এবং বলেন আমি সাপ দেখাই গাছের তাবিজ বিক্রি করে কয় টাকা করে নেই।

    ঐ সময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সদস্য ও “বিডি নিউজ টুডেটুয়েন্টিফোর” এবং দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার সাংবাদিকরা তাহার ব্যেক্তিগত পরিচয়প্রত্র দেকতে চাইলে বলেন অনার কনো এনআইডি কার্ড নেই সেই সাথে আরও বলেন তাহার কনো সাপ রাখার ও লাইসেন্স এবং রেজিষ্ট্রেশন কৃত কনো কাগজপ্রত্র নেই।এবং সাংবাদিকদের সঙ্গে উচ্চস্বরে রাগান্বিত অবস্থায় কথা বলে হুমকি প্রদর্শন করে বলেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির সাথে তাহার ৬ বছরের সম্পর্ক এবং তিনি নিজেও সাংবাদিক।

    এর পর সাংবাদিকরা তার প্রেস আইডি কার্ড দেকতে চাইলে বলেন অনার প্রেস কার্ড সাথে রাখেন না।এবং পঞ্চগড় জেলা প্রতিনিধিদের আলাদা জেলা প্রতিনিধির হুমকি প্রদর্শন করে। এর পর বাজারে থাকা জনগণে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে সবার কাছে ক্ষমা চেয়ে বলে এমন ভুল কাজ আর করবেনা।

    সাপুড়িয়া খোকন ভান্ডারির স্থায়ী ঠিকানা কাশিম নগর,বাদলা ঘাট,ঝাড়বাড়ী,বীরগঞ্জ,দিনাজপুর। তাহার সাপুরিয়া লাইসেন্স নং ১৩ এবং পরিচালিত গাড়ির লাইসেন্স নং (দিনাজপুর হ ১৭-৫১৯৫)

    তিনি যেসব বিষয় এ চিকিৎসা সেবা প্রদান করেন যে কোন টিউমার ও সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয় এবং গাছের লতাপাতা দিয়ে প্যারালাইসিস রোগীর চিকিৎসা করেন। তিনি শনিবার অর্থবা মঙ্গলবার রাশি সম্পর্কে আলোচনা করেন।

    সকল প্রমান রহিয়াছে প্রয়োজনে নিম্নোক্ত তথ্য আইনে তুলে ধরা হবে।

    আরও খবর

    Sponsered content