• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    অসময়ে সৌদি সফরে গিয়ে সমালোচনায় মেসি

      প্রতিনিধি ৩ মে ২০২৩ , ২:১৫:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আঃ রহিম জয়, ডেস্ক নিউজ

    প্যারিস, লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্তের কাছে ঘরের মাঠে পরাজিত হওয়ার পর লিওনেল মেসির সৌদি আরব সফরের বিষয়টি মেনে নেয়নি তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সতীর্থ খেলোয়াড়রা।
    গত রোববার লা লিগায় পিএসজি পরাজিত হওয়ার পর অনুমতি ছাড়া মেসির সৌদি সফরের ঘটনায় ‘বিস্মত’ তার ক্লাব সতীর্থরা। চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফর করতে বাধ্য হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। রবিবারের ম্যাচের পর সাধারণত দুই দিনের ছুটি থাকে পিএসজিতে। যে কারণে কোন অনুমতি না নিয়েই সৌদি ভ্রমনে যান মেসি। কিন্তু ম্যাচে পরাজিত হওয়ার পর সোমাবার অনুশীলনের সিদ্ধান্ত নেয় পিএসজি।
    কিন্তু অনুশীলনে ৩৫ বছর বয়সি মেসিকে না দেখে বিষ্ময় প্রকাশ করে সতীর্থরা। মিরর পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী চলতি মৌসুম শেষেই ইতি ঘটবে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। ফলে ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। ক্লাবটিও এখন আর মেসির চুক্তি নবায়নের বিষয়টিকে খুব একটা অগ্রাধিকার দিচ্ছে না।
    এল ইকুইপের রিপোর্টে বলা হয়, মেসির সৌদি আরব সফরটি ক্লাবের অনুমোদিত নয়। সফরের জন্য তিনি কোচ ক্রিস্টোফ গালটিয়ার বা পরিচালক লুইস ক্যাম্পোসের অনুমতিও নেননি।
    এদিকে সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব সোমবার মেসির ওই সফরের বেশ কিছু ছবিসহ টুইট করে লিখেছেন,‘ মেসি এবং তার পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাতে পেরে আমি খুশি। যেখানে তিনি যাদুকরি ও খটি পর্যটনের অভিজ্ঞতা লাভ করেছেন। সৌদি আরবের চমৎকার ভ্রমন এবং আতিথেয়তা উপভোগ করার জন্য আমরা সারা বিশ্বের পর্যটকদের আমন্ত্রন জানাচ্ছি। মেসি আপনাকেও স্বাগতম।’
    রোববার মেসি তার আসন্ন সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রাম একাউন্টে সৌদি আরবের ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল পেইজ শেয়ার করে লিখেছিলেন,‘ কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই সুযোগ পাই সেখানকার বিষ্ময়গুলো অন্বেষণ করতে পছন্দ করি।’
    আরএমসি স্পোর্টসের ভাষ্যমতে মেসির সর্বশেষ এই কর্মকান্ডের ফলে ক্লাব ও সতীর্থদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটার ঝুঁকি রয়েছে। তার এই সফরে হতাশার কমতি ছিল না। ২০২১ সালের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে দুই বছরের মেয়াদে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। দলকে তিনি টানা লিগ ওয়ানের শিরোপা জয়ে সহায়তার পাশাপাশি এবারো শিরোপার পথে থাকতে সহায়তা করছেন। তবে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় অধরাই থেকে গেল আর্জেন্টাইন সুপার স্টারের কাছে।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে