• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মরিচ চাষে লাভবান পঞ্চগড়ের কৃষকরা

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ২:৩০:২৯ প্রিন্ট সংস্করণ

    মো বিপ্লব হোসেন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়

    পঞ্চগড় চরাঞ্চলে যিরা মরিচ ও ছেকা জাতের মরিচ চাষে কৃষকরা ব্যাপক ফলন পেয়েছেন। কৃষকদের উৎপাদিত এই মরিচ আকারে পরিপুষ্ট এবং স্বাদ ভালো হওয়ায় এর বেশ চাহিদা রয়েছে। আর কৃষকরা ভাল দামে বিক্রি করতে পেরে খুব খুশি।

    জানা যায়,পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাষা, টুনিরহাট, চাকলাহাট,হাফিজাবাদ,অমরখানা ইউনিয়নে ও তেতুলিয়া উপজেলা,আটোয়ারি উপজেলা,দেবিগঞ্জ উপজেলা,এবং বোদা উপজেলায় ব্যাপক পরিমানে মরিচের চাষ করা হয়েছে। মাটিতে যিরা মরিচ ও ছেকা মারিচ জাতের মরিচের বেশ ভালো ফলন হয়। এখানকার মরিচের স্বাদ ও ঝাল দুটোই বেশি। তাই এই জেলার উৎপাদিত মরিচের বেশ সুনাম রয়েছে। কৃষকরা কম উৎপাদন খরচে বেশি মরিচের ফলন ও ভালো দাম ভালো হওয়ায় লাভবান হতে পারেন বলে জানায় এক কৃষক।

    সরেজমিনে দেখা যায়, মরিচের সবুজ গাছে ছেয়ে গেছে। এই সবুজের ফাঁকে ফাঁকে উকি দেয় সবুজ, লাল ও কালচে রঙের মরিচ। চাষিদের কেউ কেউ মরিচ উত্তোলন করছেন। আর অনেকে মরিচ সংগ্রহ করে তা বস্তা ভর্তি করতে ব্যেস্ত সময় পার করছেন।

    পঞ্চগড় সদর উপজেলার কৃষকরা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও তারা চরের জমিতে মরিচের আবাদ করেছেন। চাষে বিঘাপ্রতি ১৩ হাজার টাকা খরচ হয়। আর উৎপাদিত মরিচের বাজারদর ভালো থাকলে ৮০ থেকে ১ লাখ টাকার মতো আয় করতে পারেন তারা।

    মরিচের পাইকররা স্থানীয় নারীদের মাধ্যমে জমি থেকে মরিচ উত্তোলন করে তা বস্তা ভর্তি করে আড়তে নিয়ে যান। আড়তে বিকাল থেকে রাতভর মরিচের বেচাকেনা চলে। আড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা মরিচ কিনে ট্রাকে করে নিয়ে যান। কৃষকরা লাভবান এবং হাশিমাখা মুখে বলেন মরিচ চাষে লাভবান হওয়ায় তারা বেশ আনন্দিত।

    আরও খবর

    Sponsered content