• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৫:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    ময়মনসিংহ রেঞ্জের এর শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় শেরপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম কে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গত রবিবার শেরপুর জেলার পুলিশ সুপার এর কার্যালয়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোন এর ইনচার্জ সার্জেন্ট সালমান খান রাজন। এ সময় উপস্থিত ছিলেন নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের ট্রাফিক পুলিশ সদস্যরা। উল্লেখ্য – ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম। গত ১০ মে বুধবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে মাধ্যমে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

    ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম’কে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ভূষিত করা হয়। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম-এর সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ সকল জেলার পুলিশ সুপার ও রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস পুলিশ প্রশাসনে যোগদান করেন। এরপর তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশ সুপার হিসেবে শেরপুর জেলায় যোগদান করেন।

    আরও খবর

    Sponsered content