• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মানিকছড়িতে গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ২:১৬:২৭ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠিত আর্থিক সঞ্চয়ী ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা-২০২৩ খ্রি. নানা রকম অনুষ্ঠানে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ মে-২০২৩ শুক্রবার সকাল ১০ টায় মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়।

    মানিকছড়িস্থ গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৭ম বার্ষিক সাধারণ সভার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, মংসুইপ্রু চৌধুরী অপু, অত্র গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ছিংলাপ্রু মারমার সভাপতিত্বে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংস্থাটির ব্যবস্থাপক গীতা চাকমার।

    অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য, মো. মাঈন উদ্দীন, রেম্রাচাই চৌধুরী, হিরণ জয় ত্রিপুরা, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার, আশীষ কুমার দাশ, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মংচাইঞো মারমা, মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার, মো. আইউবুর রহমান ও মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা প্রমুখ।

    প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, পাহাড়ে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে স্থানীয় সমবায় সংস্থাগুলো। তাই সকলকে সমবায়ী সংগঠনে সম্পৃক্ত হয়ে সঞ্চয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নে সম্পৃক্ত হতে হবে। ফলে দূর্দিনে অর্থনৈতিক সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সঞ্চয় মনে রাখতে হবে সঞ্চয় বিপদ-আপদে অক্সিজেন হিসেবে প্রাণ রক্ষা করে। পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকারের নানামূখী কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আ.লীগ সরকার পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রেখে উন্নয়নের সুযোগ দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এর আগে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ সংলগ্নে সংস্থার স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।

    আরও খবর

    Sponsered content