• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    চা শ্রমিকদের সেবক সংগঠনের উদ্যোগে চুনারুঘাটের গিলানী চা বাগানে বৃক্ষ রোপন এর কর্মসূচি পালিত

      প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ১০:০৪:৪১ প্রিন্ট সংস্করণ

    বাবলু তন্তবায় দীপু, চুনারুঘাট প্রতিনিধিঃ

    প্রাকৃতিক দুর্যোগপ্রবন পাহাড়ি বেষ্টিত অঞ্চলে চা শ্রমিকদের সেবক সংগঠনের উদ্যোগে ‘লক্ষ একটাই সমাজকে এগিয়ে নিবো’-এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়েছে। বুধবার (৭ই জুন) বিকেল ৫ ঘটিকায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে শ্রীশ্রী দূর্গা মন্দিরে বেল গাছ ও কিছু ফুলের চারা রোপন করা হয়।

    এ কার্যক্রমে সভাপতিত্ব করেন, অত্র চা বাগানের ডাঃ অলকা রানী রায় ও সঞ্চালনায় ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী প্রসাদ চৌহান। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র চা বাগানের পঞ্চায়েত সভাপতি অমল ভৌমিক, অত্র চা বাগানের চিকিৎসক ডাঃ উদয় চৌহান, অত্র চা বাগানের বিশিষ্ট মুরব্বি বিজয় তাঁতী, সাংবাদিক বাবলু তন্তবায় দীপুর পিতা দীনেশ তন্তবায়, সজল চৌহান, শ্যামল মুন্ডা (সর্দার), সাংবাদিক বাবলু তন্তবায় দীপু, চা শ্রমিকদের সেবক সংগঠনের সদস্য শ্রাবণ চৌহান, তারুণ্য আলোর সংগঠনের উদ্যোক্তা মনোরঞ্জন সাঁওতাল, রনি চৌহান, কিরন বুনার্জী, অত্র চা বাগানের মন্দিরের সেবক দয়াল চৌহান, প্রদীপ বাক্তি, রাজ তন্তবায়, তারুণ্য আলোর সংগঠনের সদস্য বিন্দু এবং অত্র চা বাগানের ছাত্র ছাত্রী, যুবক এবং চা শ্রমিক সহ প্রমুখ।

    অত্র চা বাগানের সভাপতি অমল ভৌমিক বলেন, বৃক্ষ রোপন হচ্ছে পরিবেশ কে সুরক্ষায় সুরক্ষিত করা। শুধু আমরা গিলানী চা বাগানে নয় সারাদেশের জন্য গাছ লাগিয়ে পরিবেশ কে সৌন্দর্য করে গড়ে তুলতে হবে। এদিকে ডাঃ অলকা রানী রায় বলেন, গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রকৃতি পেয়ে থাকি যেমন অক্সিজেন, বিভিন্ন ধরনের ফলমূল, ছায়া, বাতাস ইত্যাদি। তাই প্রতি মাসে একটি করে বৃক্ষ রোপন করো, যেনো আমাদের পরিবেশ ভারসাম্য বজায় থাকবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে।

    আরও খবর

    Sponsered content