• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    সরকারী চাকরী ছেড়ে জনপ্রতিনিধি তিনি

      প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ১২:৫০:২৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ মেহেদী হাসান, পঞ্চগড় প্রতিনিধি

    তিনি ছিলেন পাথরাজ সরকারী কলেজের অর্থনৈতিক বিভাগের সহকারী অধ্যাপক। ১৯৯১ সালে তিনি কলেজে শিক্ষকতা করতে যেতেন সাইকেল নিয়ে। তবে তিনি সাইকেলে চালিয়ে যেতেন না কলেজ। সাইকেল সাথে নিয়ে হেঁটে যেতেন কলেজে। যাওয়ার পথে যত অসহায়,গরীব,দুঃস্থ মানুষের দেখা মিলত পকেটে যা টাকা থাকতো সব দিয়ে তাদের সাহায্য করতেন তিনি। অনকে সময় কলেজে গিয়ে দুপুরে ভাত খাওয়ার টাকাও থাকত না তার। না খেয়েই ক্লাস নিয়ে কলেজ ছুটি হওয়ার পর বাসা ফিরতেন তিনি। স্থানীয়রা এভাবেই মন্তব্য করছেন পাথরাজ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক ফারুক আলম টবি’র অতীত মানবসেবা নিয়ে।বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান। এলাকার মানুষের প্রতি প্রচন্ড ভালোবাসার জন্য তাকে হয়তো জনগণ উপাধি দিয়েছেন জনতার নেতা। উপজলার দশ ইউনিয়ন ও একটি পৌরসভা ঘুরে দেখা যায়, সকল মানুষজন তার ছাত্র না হলেও,শ্রমিক,দিনমজুর,কুলি,কৃষক সহ সর্বস্তরের মানুষ তাকে ভালোবেসে “টবি স্যার” বলেই সম্বোধন করেন৷ তিনি উপজেলার যেকোনো মানুষের বিপদ-আপদে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। নিজের সর্বোচ্চ সময়, শ্রম,মেধা দিয়ে এলাকার মানুষের ঝগড়া-বিবাদ সমাধান করেন এবং অসহায় মানুষরে পাশে দাড়ান। অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত তিনি।পরিশ্রম,সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য রেলমন্ত্রী এ্যাড: নুরুল ইসলাম সুজন এমপির নির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন। জানা যায়, তিনি ১৯৮৩ থকেে ৮৬ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজ শাখা জাতীয় ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। পড়ালেখা শেষ করে ১৯৯১ সালে পাথরাজ সরকারী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন৷ তৎকালীন সময়ে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন৷ ২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মলেনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকে বীনা প্রতদ্বিন্দ্বতিায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলা পরিষদ এর দায়িত্ব নেয়ার পর থেকেই এলাকার উন্নয়নে অগ্রণী ভূমকিা পালন করছেন। এলাকার হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল এবং দলের ভাবমূর্তি উন্নয়ন হয়েছে। তিনি এ পর্যন্ত সরকার কতৃক প্রদেয় ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ-মন্দিরের এর সংস্কার করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।বয়স্কভাতা, বিধবাভাতা কোনো প্রকার অনিয়ম ছাড়াই বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছেন। একান্ত সাক্ষাৎকারে উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি বলেন, জনতাকে দেওয়া আমার প্রতিশ্রুতি/নির্বাচনি ইশতেহার প্রায় সম্পন্ন হতে চলেছে৷আমি সব-সময় তাদের পাশে ছিলাম আছি থাকব। যতদূর পারি এলাকার উন্নয়ন করব।

    আরও খবর

    Sponsered content