• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    অভয়নগরের পায়রায় সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৭:১৯:৫০ প্রিন্ট সংস্করণ

    অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ-

    অভয়নগরের পায়রায় দুই কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। ভি আর আর পি প্রকল্পের আওতায় এক কোটি ৯০ লাখ ৩৬ হাজার পাঁচশত ৫০ টাকা ব্যায়ে সড়কটি নির্মাণ করা হবে। যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান এম এস নার্গিস এন্টারপ্রাইজকে আগামী ৬ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। জানা যায়, উপজেলার পায়রা ইউনিয়নের জামতলা মোড় থেকে শান্তিনিকেতন পর্যন্ত দুই কিলোমিটার সড়ক কার্পেটিং করা হবে। এ খবর শুনে স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকাবাসী। পায়রা গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে সড়কটি কার্পেটিং করা হচ্ছে। এলাকাবাসীর উপস্থিতিতে গতকাল মঙ্গলবার(০৪ জুলাই) দুপুরে পায়রা মাদ্রাসা সংলগ্ন সড়কের ইট তুলে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস। তিনি বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল পায়রা ইউনিয়নের এক ইঞ্চি মাটি কাঁচা রাখবো না। ইতিমধ্যে আমি আমার ওয়াদা পালন করতে শুরু করেছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এসএম ইয়াফি, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কল্যাণ মজুমদার, ঠিকাদারী প্রতিষ্ঠানের রবিউল হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি জানান, প্রায় ২ কোটি টাকা ব্যায়ে পায়রা গ্রামের জনগুরুত্বপূর্ণ দুই কিলোমিটার সড়ক কার্পেটিং করা হবে। বুধবার থেকে কাজ শুরু হবে।

     

    আরও খবর

    Sponsered content