• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    মাটিরাঙ্গা পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৮:১১:১৩ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য ঔষধ ছিটানো বা স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।

    ১৩ জুলাই-২০২৩ বৃহস্পতিবার চলমান ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রনে মশক নিধন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

    এ সময় উপস্থিত ছিলেন-মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র মো. শামসুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খোকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    এ সময় মাটিরাঙ্গার পৌর মেয়র মো. শামসুল হক বলেছেন, মশার ঔষধ ছিটানো আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ। বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যায় মন্তব্য করে বলেন, একই সময় এডিস ডেঙ্গু মশার উপদ্রবও বেড়ে যায় । তাই পৌরসভার পক্ষ থেকে সতর্কতামুলক ও জন সচেতনতায় মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। পুরো বর্ষা মৌসুমে এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান৷

    মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বর্তমান পরিস্থিতি ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। বাসা বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আমরা ডেঙ্গু থেকে সুরক্ষায় থাকতে সক্ষম হবো।

    আরও খবর

    Sponsered content