• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের ১ সদস্য আটক

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ১:৪৬:৩০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

    রাঙ্গামাটির লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে লংগদু থানা পুলিশ। ১৪ জুলাই (শুক্রবার বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাইট্টাপাড়া বাজার থেকে মোঃ জুয়েল মিয়া (২৫), পিতা- মোঃ খোরশেদ আলম প্রকাশ খোকা, মাতা- মোছাঃ মল্লিকা আক্তার কে এসআই (নিরস্ত্র)/মোঃ মশিউর আলম সঙ্গীয় এসআই (নিরস্ত্র) শাহাবুর আলমের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী জুয়েলকে ধরতে সক্ষম হয়। প্রতারক জুয়েল এর তথ্য মতে তার স্থায়ী ঠিকানায় সাং- নজরপুর, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, প্রতারক জুয়েলের কাছ থেকে ১০০০ টাকার ৯৯টি জাল নোট জব্দ করা হয়। প্রতারক চক্রের সদস্য জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানা যায় শনিবার মাইনীমূখ বাজারে গরু বিক্রি হবে, সেখানে জাল টাকাগুলো চালাবে বলে স্বীকার করেন। প্রতারক চক্রের সদস্য জুয়েল আরো বলেন তিনি বাইট্টাপাড়া এলাকার মো: হান্নান মিয়ার কাছে এসেছিল। এ বিষয় লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন জুয়েলের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন তিনি আরো বলেন হান্নান মিয়া এই প্রতারক চক্রের সাথে জড়িত থাকতে পারে। আমরা আরো খোজ খবর নিচ্ছি। এছাড়াও বিভিন্ন থানায় জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content