• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    গাইবান্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন – এস এম নাজিয়া সুলতানা

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৪:১৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধা পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস এম নাজিয়া সুলতানা। মঙ্গলবার(২৬ জুলাই) দিবাগত দেড়টার দিকে গাইবান্ধা পৌর গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে এক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন – এস এম নাজিয়া। মঙ্গলবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান- এস এম নাজিয়া সুলতানা। চিকিৎসকের দেওয়া তথ্যেমতে মৃত্যুকালে তিনি ০৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। মরহুমা এস এম নাজিয়া সুলতানা সে গাইবান্ধা পৌর শহরের ভিএইড রোড এলাকার সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেদুন্নবী মিন্টুর তৃতীয় কন্যা।

    মরহুমার চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ গণমাধ্যমকর্মীদের জানান, মরহুমা এস এম নাজিয়া সুলতানার প্রথম জানাজা সচিবালয়ে ও এরপরে তার নিজ শহর গাইবান্ধায় শ্রদ্ধা নিবেদন শেষে পৌর গোরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

    উল্লেখ, ৩০তম বিসিএস কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা বিগত ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপরে তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

    আরও খবর

    Sponsered content