• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    বিএনপি নির্বাচন ভন্ডুল করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায়: আব্দুর রহমান

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৩:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

    মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপি মামা বাড়ির আবদার নিয়ে মাঠে নেমেছেন। নির্বাচন ভন্ডুল করে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই অসাংবিধানিক পন্থায় কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। তিনি এ সময় বলেন, ‘এলাকায় এমন কিছু উন্নয়ন করে যেতে চাই যার জন্যে আমি মৃত্যুর পরেও মানুষের মাঝে বেঁচে থাকতে পারি। ইতিহাসের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, আমি ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন আপনাদের উপহার দিয়েছি।একটি ভোটেরও অমর্যাদা করিনি। আপনাদের আমানতের খেয়ানত করিনি। আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করতে চাই আমৃত্যু।’
    বর্তমান সরকারের আমলে দৃশ্যমান পদ্মা সেতু, কর্নফুলি টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আব্দুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এই দেশের বিদ্যুৎ গিলে খেয়েছিলো। তারেক জিয়ার নেতৃত্বে হাওয়া ভবন তৈরি হয়েছিলো। দেশের টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে মঙ্গা করেছিলো। নির্বাচনকে সামনে রেখে একের পর এক দফা দিয়ে বিএনপি রফায় পরিনত হয়েছে। বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমালের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, আবুল কালাম আজাদ,
    যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফার রহমান, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সহ সভাপতি এস এম মহাব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি আশিকুর রহমান আশিক, বোয়ালমারী পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিদুল প্রমুখ। সমাবেশে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল, নসিমন, করিমনসহ বহর ও মিছিল সহকারে ছাত্রলীগের কর্মীরা যোগ দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের এ শান্তি সমাবেশ বিরাট জনসভায় পরিণত হয়।

    আরও খবর

    Sponsered content