• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাবের মশারি বিতরণ

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ১২:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেই ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাব অব নওয়াপাড়া উপজেলার ২শ অস্বচ্ছল পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে।
    সোমবার (১৪ আগস্ট) সকালে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন রোটারি খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে মশারি বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব নওয়াপাড়া’র প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রোগ্রাম চেয়ার নূরে আলম পাটোয়ারী বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, অধ্যক্ষ রবিউল হাসান, রবিউল ইসলাম, বিএম আব্দুস সালাম, দীপক কুমার সাহা, বিশ্বজিৎ ঘোষ, শাহিন হোসেন প্রমুখ।
    এ ব্যাপারে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত এলাকা হিসেবে অভয়নগর উপজেলায় অস্বচ্ছল পরিবারগুলো ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। তাদের কথা চিন্তা করে রোটারি ক্লাব মশারি বিতরণের আয়োজন করেছে। বাছাইকৃত দুইশ পরিবারের মাঝে একটি করে নতুন মশারি বিতরণ করা হয়েছে। যে মশারি ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে।

    আরও খবর

    Sponsered content