• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    ২৮ শে আগষ্ট রানিং স্টাফদের কর্মবিরতি ট্রেন থাকছে বন্ধ

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৯:০৩:০৭ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান

    ২৮ শে আগষ্ট ২০২৩ ইং তারিখ থেকে সর্বস্তরের রানিং স্টাফদের অনিদিষ্ট কালের কর্মবিরতির ঘোষনা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ।

    সরেজমিনে গিয়ে জানা যায় ২৭আগষ্ট রোজ রবিবার সকাল ১২ ঘটিকার সময় ঈশ্বরদী রেলওয়ে জংশন প্লাটফমে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ এ কর্মসূচি ঘোষনা করেন।
    ২৭ শে আগষ্ট ২০২৩ ইং এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কতৃক পূর্রের ন্যায় বিধি মোতাবেক মাইলেজ কে পাট অব পে হিসাব ৭৫% মাইলেজ যোগে পেনশন আনুতোষিক নির্ধারন পূর্বক “আইবাস ++” সিস্টেমে সকল সুবিধা বিদ্যমান রেখে বেতন প্রদানের সুস্পষ্ট স্থায়ী আদেশ জারী কার না হলে মাইলেজ, তথা বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে ২৮ শে আগষ্ট ২০২৩ ইং থেকে সর্বস্তরের রানিং স্টাফদের অনির্দিষ্ট কালের কর্মবিরতির ঘোষনা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ।সভার সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজুর রহমান- সহ-সভাপতি/কেন্দ্রীয় কমিটি – বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

    বক্তব্য রাখেন – মোঃ রবিউল ইসলাম/ যুগ্ন-সাধারণ সম্পাদক/কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এস এম আহসান উদ্দিন- যুগ্ন-সম্পাদক/ ঈশ্বরদী শাখা – বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। এ এস এম ইকবাল মাহাবুব- সম্পাদক/ঈশ্বরদী শাখা – বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল। মোঃ আকরামুল হক- সম্পাদক/ঈশ্বরদী শাখা- টি টি ইজ এসোসিয়েশন। সঞ্চালনা- মোঃ শাহিদ হোসেন – দপ্তর সম্পাদক/ঈশ্বরদী শাখা। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

    আরও খবর

    Sponsered content