• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে প্রচারাভিযান

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩৭:১১ প্রিন্ট সংস্করণ

    স্মরণ সিং,স্টাফ রিপোর্টার,মৌলভীবাজারঃ

    শ্রীমঙ্গলে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট কর্তৃক আয়োজিত ” অধিকার এখানে, এখনই ( RHRN-2) প্রকল্পের আওতায় ১৪’ই সেপ্টম্বর ২০২৩ খ্রিঃ ২৭শে ভাদ্র ১৪০৩ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার দুপুর ১.০০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত সাতগাঁও উচ্চ বিদ্যালয় হলরুমে ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণির দেড় শতাধিক (১৫০ জন)কিশোর কিশোরী শিক্ষার্থীদের নিয়ে প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার গ্রহণ, প্রজননকালে শারিরীক ও মানসিক পরিবর্তন, পারিবারিক, সামাজিক সচেতনতা, পিরিয়ডের সময়কালে পরিষ্কার পরিছন্নতা থাকা, পরিধানের সময় নতুন সুতি কাপড় তৈরী প্যাড অথবা স্যানেটারি প্যাড ব্যবহার করা, আচার আচরণের শীর্ষক করণীয় বিশদ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

    প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত বলেন বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান নতুন প্রজন্ম নিয়ে অনেক ধরনের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য দক্ষ কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারের মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তিনি বলেন উনার জন্য আজকে আমরা গর্বিত এক কাজ না বহু কাজ উনার মাধ্যমে উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে। আজ থেকে বিশ(২০) বছর আগের কথা বললে দেশে এ রকম উন্নয়ন ছিল না। এখন বিনামূল্যে বছরের ১ম দিনে শিক্ষার্থীর মাঝে বই বিতরণ,স্বাস্থ্যসেবা নিশ্চিত, বিনামূল্যে ঔষধ পাওয়া, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা, আরও বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে। আজকের কিশোর কিশোরীরা আগামী দিনগুলোর ভবিষ্যৎ। তাই আজকের মেয়েরা আগামীতে মা হবে তাদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত না করতে পারলে আমরা উন্নত জাতির সন্তান পাব না। তিনি আরও বলেন আজকের প্রজনন স্বাস্থ্যসেবার আয়োজক,শিক্ষক, ডাক্তার যে পরামর্শ, নির্দেশনা, স্বাস্থ্য সচেতনা র কথা বলেছেন, জনসচেতনতার কথা বলেছেন সেগুলো পালন করবে ও পরিবারে সমাজে প্রচার করবে।

    বিশেষ অতিথি সিনিয়র শিক্ষক কান্তী রাণী কৈরি বলেন প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার আলোচনায় প্রজননকালীন সময়ে পিরিয়ড বা মাসিক হবে যা পরবর্তীতে একজন মা হওয়ার ধারণ ক্ষমতা যোগ্য রাখে৷ এটা প্রকৃতির নিয়ম লজ্জা শরমের কোন কারণ নেই। পিরিয়ডের বা মাসিকের সময় পরিষ্কার পরিছন্নতা থাকা, যদি স্যানিটারি প্যাড না থাকে তাহলে নরম পরিষ্কার সুতি কাপড় তৈরী প্যাড ব্যবহার করা। ব্যবহারকৃত নরম সুতি কাপড় তৈরী প্যাড ভালভাবে কাপড় সোডা দিয়ে ধুয়ে সরাসরি রৌদ্দের উজ্জ্বল আলোতে ভালভাবে শুকাতে হবে। আবার লজ্জাতে যেন কোন ছায়াতে বা কাপড়ের নিচে না শুকানোর জন্য নির্দেশ প্রদান করেন।

    বিশেষ অতিথি সাতগাঁও ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র SACMO কর্মকর্তা মানিক লাল ঘোষ বলেন বাংলাদেশ সরকার কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে খুবই চিন্তিত আছে। বাংলাদেশে মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ কিশোর কিশোরী। আর তিন ভাগের এক ভাগ কিশোর কিশোরী বয়ঃসন্ধিকালে সুস্থ্য থাকলে বাংলাদেশ পরিবার সুস্থ্য থাকবে। আমি প্রজনন স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে অত্র স্কুলে মিটিং করেছি। প্রজনন স্বাস্থ্যকালের কিশোরীদের আমার স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে স্যানেটারি প্যাড বিতরণ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রকল্প হাতে নিয়েছেন যা আজকে এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র কাজ করছে। পিরিয়ডের বা মাসিকের সময় পরিষ্কার পরিছন্নতা থাকা, যদি স্যানিটারি প্যাড না থাকে তাহলে নরম পরিষ্কার সুতি কাপড় তৈরী প্যাড ব্যবহার করা। ব্যবহারকৃত নরম সুতি কাপড় তৈরী প্যাড ভালভাবে কাপড় সোডা দিয়ে ধুয়ে সরাসরি রৌদ্দের উজ্জ্বল আলোতে ভালভাবে শুকাতে হবে। আবার দিনে চার পাঁচ বার স্যানেটারি প্যাড পরিবর্তন করতে হয় তার চেয়ে নরম সুতি কাপড় তৈরী প্যাড ব্যবহার করা ভাল কারণ পুনরায় সাবান দিয়ে ভালভাবে কাপড় দিয়ে ধুয়ে ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন প্রতিদিন ১ টি করে কলা ও সপ্তাহে(৭দিনের) মধ্যে অন্তত পক্ষে তিন(৩) দিন ডিম খেতে পরিবারের কিশোর কিশোরীদের উৎসাহিতকরণ করেন।
    এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর উপদেষ্টা দিলীপ কৈরি,সাতগাঁও ইউনিয়ন পরিষদ ১,২,৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য শান্তানা রাণী কৈরি। বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে

    “অধিকার এখানে, এখনই ( RHRN-2) “প্রকল্পের কর্মকর্তার স্বপন সাওতাল এর স্বাগত বক্তব্যে, জিয়ানা মাদ্রাজির সঞ্চালনায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রকল্পের অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content