• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    সড়ক দূর্ঘটনায় আহত রামগড়ের ফুটবল খেলোয়াড়দের পাশে- ইউএনও মমতা আফরিন

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৩:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার

    খাগড়াছড়িতে ৮ম জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্ট এর দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নিতে যাওয়ার পথে আলুটিলায় মাহিন্দ্র গাড়ির দূর্ঘটনায় আহত খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
    সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আহত ৭ জন খেলোয়াড় ও ২ জন দর্শকের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের শারীরিক খোঁজখবর নেয়ার পাশাপাশি তিনি বিভিন্ন ফল সমেত ফলের ঝুড়ি উপহার দেন।
    এর আগে রোববার দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে রামগড় থেকে তিনি খাগড়াছড়িতে ছুটে যান। এসময় তিনি হেলথ কেয়ার হাসপাতালে আহতের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করার পাশাপাশি সকল খেলোয়াড়দের নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
    ইউএনও কে উপহারের ফলের ঝুড়ি নিয়ে নিজ বাড়ীর আঙ্গিনায় সামনে দেখে আবেগাপ্লুত হয়ে যান অন্যান্য আহত খেলোয়াড়দের পাশাপাশি খুদে আহত দর্শক ইমাম হোসেন ও তাঁর মা। ইউএনও মমতা আফরিন ইমাম হোসেনের চিকিৎসার ফলোআপ নিতে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনকে নির্দেশনা প্রদান করেন।
    রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের এধরনের কর্মকান্ড উপজেলার খেলোয়াড়দের মনোবল বাড়াবে এবং উৎসাহ যোগাবে। একজন ক্রীড়া সংগঠক হিসেবে এ কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসার কে সাধুবাদ জানান তিনি।

    আরও খবর

    Sponsered content