• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    এবার বীর টিভির “রুদ্র ছায়া” নাটকে আসছে বাম্পার বাজেট

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৯:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

    ডেস্ক, রিপোর্ট

    দীর্ঘদিন বন্ধ থাকায় আবারো জমকালো আয়োজনে শুরু হতে চলছে বাম্পার বাজেটে বীর টিভির বেশ কয়েকটি নাটক।জানিয়েছেন বীর টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুজাক্কির মিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট এসেছে “রুদ্র ছায়া” নাটকে। নাটকটি রচনা করেন বীর টিভির পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী। তবে এর আগে প্রচার হয়েছিলো রাকিব আলীর ‘আকাশের বুকে বৃষ্টি’ নাটক। নাটকটির ট্রেইলারই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের অনুপ্রেরণায় নতুন করে শুরু হলো এর সিক্যুয়েল।এর প্রডিউসার হচ্ছেন বীর টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুজাক্কির মিয়া। তিনিই এটির প্রযোজক হিসেবে থাকছেন।ভিডিও ধারণ করবেন জনপ্রিয় ভিডিওগ্রাফার মারুফ। রচনা ও পরিচালনা করবেন পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী।আঞ্চলিক ও স্থানীয় বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে বিশাল বাজেট ও আয়োজনে এই নাটকটির শুটিং শুরু হবে বলে জানান তিনি। এখানে রয়েছে এক ঝাঁক তারকা।রয়েছে চমৎকার বাস্তবমুখী একটি কষ্টের গল্প। এই নাটকে অভিনয় করতে দেখা যাবে রুহুল আমিন,আর জে ঊর্মি, মুক্তা আক্তার,আলিম উদ্দিন, এম.এ সাবলু হৃদয়,মাহমুদা বেগম,লিটু দাস,পপি বেগম ও রেজুয়ানসহ আরো অনেকেই। নাটকের নাম ভূমিকায় থাকবেন পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী নিজেই।

    রাকিব আলী পত্রিকা কতৃপক্ষকে জানান, ‘দর্শকের প্রত্যাশা মেটাতেই তৈরী করা হচ্ছে “রুদ্র ছায়া” নাটকটি। এটা বাস্তব যে অভাবে পড়লে একজন মেয়ে তার সঠিক অবস্থান ছেড়ে কোটিপতি ছেলের হাত ধরে। অবশেষে সেই কোটিপতি ছেলেও ময়েটিকে ছেড়ে কোনো এক সময় চলে যায়। মেয়েটি যখন তার ভুল বুঝে আবারও প্রথম ছেলের কাছে চলে যায়। তখন ছেলেটা রেগে মেয়েটিকে হত্যা করে দেয়। সেই সব অবহেলিত স্বার্থহীন প্রেমিকদের সচেতন করতে ও তাদের হৃদয়ে চমকপ্রদ জাগাতেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে।গল্পে রয়েছে অসাধারণ কিছু কথা ও চমৎকার সব লোকেশন। যা, দর্শকরা দারুণভাবে উপভোগ করবে বলে আমি মনে করি।

    তিনি আরো বলেন, এতো বড় (বিশাল) বাজেট নিয়ে এর আগে কেউ কখনো এলাকায় নাটক নির্মাণ করে নি। আমার মনে হয় আমিই বিশাল বাজেটে প্রথম।

    নাটকটি খুব শীঘ্রই বেসরকারি টেলিভিশন চ্যানেল বীর টিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করছেন পরিচালক ও কথাসাহিত্যিক রাকিব আলী।

    আরও খবর

    Sponsered content