• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ১২:৩৮:২২ প্রিন্ট সংস্করণ

    ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন ওরফে বম কবির (৪০) ও যুবায়ের আলম (৩০) নামে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
    বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
    দণ্ডপ্রাপ্ত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়ার তফজুল হোসেনের ছেলে। আর যুবায়ের আলম রাজশাহীর গোদাগাড়ী পাহারপুর অভায়া এলাকার রুহুল আমিনের ছেলে।
    রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেলবাজার মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও যুবায়ের আলমকে ৭৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। ওই দিন র‍্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
    মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আবু হাসান তদন্ত শেষে ২০২০ সালের ৩১ মার্চ কবির হোসেনকে পলাতক ও যুবায়ের আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
    মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content