• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    দীর্ঘ ১৫বছর পর তেঁতুলিয়া হাসপাতালে অপারেশন কার্যক্রম

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ১১:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

    মো: শাহানশাহ সোহান তেতুলিয়া ( পঞ্চগড় ) প্রতিনিধি

    পঞ্চগড়ের সর্ব উত্তরের তেঁতুলিয়ায় উপজেলা হাসপাতালে প্রায় ১৫ বছর পর প্রথম বারের মত সিজার সহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তবর্তী উপজেলার ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবনে আধুনিক সরঞ্জামাদি সহ অপারেশন থিয়েটার (ওটি বিভাগ) থাকলে শুধুমাত্র জনবলের অভাবে এতদিন এ সেবা প্রদান করা হয়নি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী যোগদানের পর একান্ত উদ্যোগে উপজেলা হাসপাতালে ওটি বিভাগের কার্যক্রম চালু করেন।

    বৃহস্পতিবার সকাল ৯ টায় তেঁতুলিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পঞ্চগড় সিভিল সার্জন এর নেতৃত্বে গঠিত মেডিকেল টীম দীর্ঘ কয়েক বছর পর তেঁতুলিয়া হাসপাতালে আশা (২৫) নামের এক গৃহবধূর সফলভাবে ৩য় সন্তানের সিজার অপারেশন সম্পন্ন করেন। অপারেশন পরবর্তী মা ও শিশু সুস্থভাবে হাসপাতালে ভর্তি আছেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডা. মাসুদ পারভেজ, ডা. মনসুর আলম (জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া), ডা. আফিফা জিন্নাত আফি (জুনিয়র কনসালটেন্ট গাইনী), ডা. রাজিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার (ভার.), নার্সিং সুপারভাইজার মেহেরুন নেছা, মিডওয়াইফ নার্স সাবিনা ইয়াছমিন, সিনিয়র স্টাফ নার্স মমতাজ জাহান, নার্স শাম্মী আকতার ও অপারেশন থিয়েটার সহযোগী মো. তাজুল ইসলাম সহ অন্যান্য মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

    অপারেশন সম্পন্ন করে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে তীব্র জনবল সংকট থাকার পরও এখান থেকে এনেস্থেসিয়া চিকিৎসক ও সার্জারি চিকিৎসক নিয়ে অন্যান্য উপজেলার ন্যায় তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অপারেশন কার্যক্রম চালুর মাধ্যমে সেবা প্রদান শুরু করছি। এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এনেস্থেসিয়া চিকিৎসক, সার্জারি চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাব বিদ্যমান রয়েছে। তবু বর্তমান সরকারের মিশন ও ভিষন অনুযায়ী শহরের ন্যায় পঞ্চগড় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার অব্যাহত চেষ্টা করছি। তিনি উপজেলা পর্যায়ে এ সেবা চালু রাখতে প্রয়োজনীয় জনবল নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্তৃপক্ষের আশু দৃষ্টি সহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

    আরও খবর

    Sponsered content