• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    গোবিন্দগঞ্জের সততা চাউলকলের গুদামঘরে আগুনে পুড়ে ১২শ’ মণ ধান পুড়ে ভস্মীভূত

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ১১:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সততা চাউলকলের একটি গুদামঘরে আগুনে পুড়ে প্রায় ১২শ’ মণ ধান পুড়ে ভস্মীভূত হয়েছে।এতে প্রায় আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (১৭ মে) রাত্রি আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    সততা চাউলকলের মালিক জানান, গত (১৭ মে) দিবাগত রাত্রি আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর সততা চাউলকলে
    বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে গুদামের কয়েকটি কক্ষে রক্ষিত ধান ছাড়াও চাউলকলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান ।

    এছাড়াও তিনি আরও বলেন, এতে আমার চাউলকলের প্রায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সততা চাউলকলের মালিক- তহমিনা বেগম।

    খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকার সততা চাউলকলের মূল গুদামের বাইরে রাখা অস্থায়ী কয়েকটি কক্ষে চলতি মৌসুমে চাউল উৎপাদনের জন্য অতিরিক্ত ১ হাজার ২শ’ মণ ধান মজুদ ছিল। গত বুধবার (১৭ মে) রাত্রি আনুমানিক
    ২টার দিকে হঠাৎ করে একটি গুদামের অস্থায়ী কক্ষে আগুন ধরে যায়।

    এ সময় চাউলকলের শ্রমিক ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেস্টা করেন।

    এরপরে পাশ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসকে ফোন দিলে সেখান থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সক্ষম হয়।

    এতে কয়েকটি কক্ষে রক্ষিত ১২শ’ মণ ধানসহ চাউলকলের বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সততা চাউলকলের মালিক তহমিনা বেগম।

    এবিষয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

    আরও খবর

    Sponsered content