• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    আইইউবি র শিক্ষার্থীদের উদ্যোগে মহাসমারোহে সরস্বতী পূজা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:২০:৪১ প্রিন্ট সংস্করণ

    মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

    অঞ্জলি, আরাধনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ভাটারায় দ্বিতীয়বারের মতো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ আয়োজন করেছেন বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা। বুধবার ইউনিভার্সিটির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা পূজায় অংশগ্রহণ করেন। এসময় ভক্ত ও পূজারীদের মাঝে আনন্দ উদ্দীপনা দেখা যায়।

    অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও স্পনসর স্বপ্নধারা , স্বস্তিকা ফ্যাশন হাউস এবং পরিচালনায় ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও শিক্ষার্থীরা। প্রতিমা, সাজসজ্জা ও পূজোর আনুষঙ্গিক জিনিস সমূহ স্বস্তিকা ফ্যাশন হাউস প্রতিষ্ঠানটি প্রধানত পৃষ্ঠপোষকতা করে। স্বস্তিকা ফ্যাশন হাউস মূলত সাসটেইনেবল ও দেশীয় প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে। প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।আগামী টি-২০ বিশ্বকাপে ফ্যান জার্সি এক্সপোর্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

    ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় অদূরে ভাটারায় প্রতিমা স্থাপন ও বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকে দিনভর শত শত পূজারি ও ভক্ত উপস্থিত হন। পূজোর দিন ভোর ৬টায় প্রতিমা স্থাপন, ১০ টায় পূজা, ১২ টায় পুষ্পাঞ্জলি দান, বেলা ১ টায় প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতি হয়। এছাড়া পূজাতে শিশুদের হাতেখড়ি দেওয়া হয় মন্ডপে। পূজোর দিন সকলের মধ্যে উৎসব-উদ্দীপনার আমেজ লক্ষ্য করা যায়।

    বাণী অর্চনায় পুরোহিত বলেন, মাতৃকা দেবী, জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা, জ্ঞানার্জন ও নদী দেবতা হিসেবে বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দুধর্মে একজন গুরুত্বপূর্ণ দেবীর স্থান অধিকার করে রয়েছেন দেবী সরস্বতী। এছাড়াও সরস্বতী তার ভক্তদের মাঝে সারদা, ব্রাহ্মী, শতরূপা, বাকদেবী, বিরাজ, মহাশ্বেতা ইত্যাদি আরও অনেক নামে পরিচিত বলেও জানান তিনি।

    অপরদিকে সরস্বতী পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব শ্রেণির দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হতে দেখা গেছে পূজা মণ্ডপ।সবার মুখেই ছিল অসাম্প্রদায়িক চেতনা এবং সুখ সমৃদ্ধির প্রার্থনা।
    মণ্ডপে আসা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা জানান, “একসঙ্গে সবাই মিলে পূজা উদযাপন করায় অনেক আনন্দ লাগছে। সাম্প্রদায়িকতার বেড়াজাল ভেঙে ক্যাম্পাসে অনুমতি দিলে আরও বেশি ভালো লাগত। পরবর্তী বছর ক্যাম্পাসে পূজা করা ব্যাপারে আমরা আশাবাদী।”

    পূজামণ্ডপে সকাল ১০ টার দিকে শুরু হয় বাণী অর্চনা। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। পূজা ও অঞ্জলি প্রদান শেষে শত শত ভক্ত ও পূজারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে পুষ্পাঞ্জলি প্রদান করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আ্যসিসটেন্ট প্রফেসর জুয়েল কুমার ঘোষ, পূরবী কুন্ডু এবং হেড অফ এক্সাম কন্ট্রোলার তাপস সরকার সহ অন্যান্য বিশেষ অতিথিগণ। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এবারের সরস্বতী পূজা।

    আরও খবর

    Sponsered content