• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    গোবিন্দগঞ্জে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

      মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ২৫ মার্চ ২০২৩ , ২:৪৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৫ মার্চ) ভয়াল কালো রাতে নিহত সকল শহীদদের স্মরণে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

    আরিফ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।

    উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেস আলী প্রধান বাদু, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।

    বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের জন্য নিন্দা প্রকাশ করেন। সেসময় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীকার আন্দোলনে অংশগ্রহণ ও বিজয় ছিনিয়ে আনার রণকৌশল ও সংগ্রামে অংশগ্রহণ কারী প্রত্যেক মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই নারকীয় হত্যাযজ্ঞে পাকিস্থানি হানাদার বাহিনীকে সাহায্য কারী রাজাকার, আলবদর, আল শামস নামক নিকৃষ্ট সংগঠনের সদস্যদের প্রতি নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সকলকে এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর ত্যাগ, মুক্তিযোদ্ধাদের ত্যাগ সকলের মাঝে পৌঁছে দিয়ে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান।দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন শহীদ বেধিতে ফুল দিয়ে ফুল দেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content