• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    শেরপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগের নেতা গ্রেফতার

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ১:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ

    শেরপুরের ঝিনাইগাতিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।
    শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে। ওই ঘটনায় ২৪ এপ্রিল সোমবার বিকেলে ওই কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাহরিয়ার খান শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। শাওন উপজেলা সদরের শাজাহান খানের ছেলে।

    লিখিত অভিযোগ ও কলেজছাত্রীর পরিবার সূ্ত্রে জানা গেছে, ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চান। এসময় ওই কলেজছাত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে ছাত্রলীগ নেতা শাওন উঠানে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাড়ির পেছনে বনের ভেতরে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে কলেজছাত্রীর ডাকচিৎকারে তার বাবা-মা ঘর থেকে বের হয়ে এলে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানানো হয়। বিষয়টি নিয়ে সময়ক্ষেপন হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং এর পরামর্শে সোমবার বিকেল ৪টার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেফতার করে পুলিশ।
    এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার। তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, ঘটনাটি সত্য নয়। তার ছেলেকে ফাঁসানো হয়েছে।

    ঝিনাইগাতী উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চেয়ারম্যান রবেতা ম্রং বলেন, নারী হয়ে নারীর ইজ্জতহানির এই বিষয় আমি কোনভাবেই সহ্য করি না, কোনদিন করিনি। আমাদের দলের নাম ভাঙিয়ে এসব অপরাধ আমরা কোনভাবেই মেনে নিবো না। মাতৃতান্ত্রিক পরিবারের গারো মেয়েরা পড়াশোনায় এমনিতেই পিছিয়ে। এই মেয়ে পড়াশোনা করছে। এরপরও এই ঘটনা কখনোই সহ্য করার মতো না। আমরা এই ঘটনার ন্যায্য বিচার চাই। অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। এসব মেনে নেয়ার কোন সুযোগ নেই।

    ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী তরুণীর বিষয়টি আমরা ঘটনার পরদিন (রবিবার) জানতে পারি। এরপরই আমরা তাদের বাড়িতে যেয়ে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত তথ্য নিই। তাদের পরিবারের পক্ষ থেকে সোমবার থানায় অভিযোগ করা হয়েছে। আমরা এসোসিয়েশনের পক্ষ থেকেও এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করি।

    এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো, সোহেল মাহমুদ পিপিএম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে এক কলেজছাত্রী ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপ্রাপ্তির এক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

    আরও খবর

    Sponsered content