• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    লোহাগড়ায় স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে জাহিদুল মুন্সী কে জেল-ও জরিমানা

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ১:৫২:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:-

    নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল মুন্সীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম মুন্সী কে সরকারি কর্মকর্তার সিল সাক্ষর জালিয়াতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জেল ও ১ হাজার টাকা জরিমানা করেছেন প্রদীপ্ত রায় দীপন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লোহাগড়া নড়াইল। ১০ মে বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার এ রায় ঘোষণা করেন তিনি,

    সূত্রে জানা যায় ২০২১/২০২২ সালের জমির খাজনার কাগজ অনলাইন না থাকায় ১.৩.৩ জায়গাটি তিনি ৬ শতকের কাগজ জালিয়াতি করে ভোগ দখল করে আসছিলেন শহিদুল ইসলাম, নতুন করে খাজনা পরিশোধ করতে গেলে বিষয়টি ভূমি অফিসের নজরে আসলে এবং অনলাইনে দেখতে পায়,এবং তার কাগজ পত্র জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাকে ভ্রাম্যমান আদালতের আওতায় এনে জেল এবং জরিমানা করা হয়েছে।

    প্রদীপ্ত রায় দীপন সহকারী কমিশনার ভূমি বলেন জাহিদুল ইসলাম সাবেক সহকারী কমিশনার ভূমি রাখি ব্যানার্জির সিল স্বাক্ষর জালিয়াতি করে ওই কাগজপত্র বানিয়ে জমি দখল করেছিলেন, তাকে দণ্ডবিধির ১৮৮ ধারাই ওই অপরাধে ৩ দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং কাগজপত্রগুলো জব্দ করা হয়েছে। এবং আটককৃত শহিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content