• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং ক‌মি‌টির নির্বাচ‌নের ফলাফলের বিবরণী:

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ২:৩৩:০৫ প্রিন্ট সংস্করণ

    মুকুল রাজ,কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধি:

    কু‌ড়িগ্রাম জেলার উ‌লিপুর -উপ‌জেলার দলদ‌লিয়া ইউ‌নিয়া‌নের ঐ‌তিহ‌্যবাহী জ্ঞানচর্চার সর্বোৎকৃষ্ট শিক্ষাঙ্গন কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ‌্যালয়। এই‌ শিক্ষাঙ্গ‌নে জ্ঞান বিস্তা‌রের জন‌্য যু‌গের পর যুগ বেশ সুনাম ব‌য়ে আন‌ছে। ৬ই জুলাই ২০২৩ইং রোজ বৃহস্পতিবার কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ‌্যাল‌য়ে ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টি নির্বাচন সারা‌দিন শা‌ন্তিপূর্ণভা‌বে অনু‌ষ্ঠিত হয়। ‌মোট ভো‌টের সংখ‌্যা ৩১৯‌টি এবং মোট উপ‌স্থিত ভো‌টের সংখ‌্যা ২৬২টি‌। তার ম‌ধ্যে অ‌বৈধ ভো‌টের সংখ‌্যা ছিল ৩০‌টি। মো‌ট ভো‌টের সংখ‌্যা দ্বারায় ২৩২‌টি । ১৩০‌টি ভোট পে‌য়ে প্রথম র‌্যাং‌কি এ আ‌ছেন নুর-আ‌মিন , ১১৩‌টি ভোট পে‌য়ে দ্বিতীয় র‌্যাং‌কিং এ আ‌ছেন ডা: মঞ্জুরুল ইসলাম, ১০৬‌টি ভোট পে‌য়ে তৃতীয় র‌্যাং‌কি এ আ‌ছেন ফ‌রিদুল ইসলাম মিঠু, ১০৫‌টি ভোট পে‌য়ে ৪র্থ র‌্যাং‌কি এ আ‌ছেন আ:ম‌জিদ , ১০৪‌টি ভোট পে‌য়ে ৫ম র‌্যাং‌কি এ আ‌ছেন মন্টু মিয়া , ১০০‌টি ভোট পে‌য়ে ৬ষ্ঠ র‌্যাং‌কি এ আ‌ছেন নুর-‌মুহাম্মদ ইসলাম ,৮২‌টি ভোট ৭ম র‌্যাং‌কি এ আ‌ছেন মৃতুঞ্জয় কুমার এবং ৮১‌টি ভোট পে‌য়ে ৮ম র‌্যাং‌কি এ আ‌ছেন আ‌তিয়ার রহমান।
    এছাড়াও অ‌ভিভাবক সদস‌্য সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য ১২৮‌টি ভোট পে‌য়ে ১ম র‌্যাং‌কি এ আ‌ছেন হাওয়ানুর বেগম এবং ১২৪‌টি ভোট পে‌য়ে ২য় র‌্যাং‌কিং এ ছি‌লেন কুলছুম নেহা মিনা। আজ‌কে শা‌ন্তি পূর্ণ প‌রি‌বে‌শের মধ‌্যদি‌য়ে ফলাফল ঘোষণা করা হয় ।

    আরও খবর

    Sponsered content