• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    যশোর সদর উপজেলায় ট্রেন দূর্ঘটনা, ছয় ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১০:৪৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরে তেলবাহী ট্রেনের বিটিপি ওয়াগন ও গার্ড ব্রেক উল্টে দূর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর আনুঃ ৪টার সময় সদর উপজেলার বসুন্দিয়া বানিয়াগাতি রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষে দীর্ঘ ছয় ঘন্টা পর পুনরায় খুলনার সাথে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। স্থানীয় এক এলাকাবাসী মারুফ হোসেন বলেন, ভোরে নামজের পর পর রেল দূর্ঘটনার খবর শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি ট্রেন উল্টে ডিজেল তেল খাদে পড়ে গেছে। সাইফুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, ডিজেল তেল পানিতে পড়ে গেছে, আমরা বালতি ড্রামে করে তুলে নিয়ে যাচ্ছি। কেউ বিক্রি করবে আবার কেউ জ্বালানী হিসেবে ব্যবহার করবে।
    যশোর সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান বলেন, তেলবাহি (কেএন-৫ আপ) ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নাটোর যাচ্ছিল।

    এবিষয়ে সিঙ্গিয়া রেলস্টেশনের সামনে বানিয়াগাতি রেলক্রসিংয়ে পৌছালে ট্রেনটির পেছনের অংশের একটি ডিজেল ভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনা কেউ হতাহত হয়নি, তবে ওয়াগনে থাকা ৩৫ হাজারো লিটার ডিজেল ওই খাদে পড়ে যায়। পরে এলাকাবাসীরা ওই তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে যায়।

    এবিষয়ে যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন বলেন, সকাল ১০টার থেকে খুলনা থেকে উদ্ধারকারী ক্রেনটি এসে পৌছায়। উদ্ধার কাজ শেষে বেলা সাড়ে ১০টার পর থেকে খুলনার সাথে সারাদেশের রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

    আরও খবর

    Sponsered content