• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    জাতীয় শ্রমিক লীগের উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ১১:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্যভাবে ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    সকাল ৮ টা থেকে সম্মেলন স্থলে সম্মেলনকে সফল করার লক্ষ্যে নানা সাজে ও স্লোগানে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করতে থাকেন। সম্মেলন উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান। সভাপতিত্ব করেন মোঃ ইনসুর আলী, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, মহিলা সম্পাদিকা প্রমিলা পোদ্দার, কার্যকরী সদস্য মোঃ আমজাদ আলী খান ও এস এম সেলিম আনসারী। বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বরকত খান ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি গঠনের সময় ক্ষমতা উপস্থিত কাউন্সিলর বৃন্দ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নানের উপর অর্পণ করেন। তিনি স্বল্পতম সময়ের মধ্যে সকলের গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলন সমাপ্তি ঘোষনা করেন। এবং আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উন্নয়ন ও শান্তি সমাবেশ সর্বাত্মকভাবে সকল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের একটি বিশাল বর্ণাঢ্য রেলি বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

    আরও খবর

    Sponsered content