• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    ধাপেরহাট ইউপি উপ-নির্বাচনে দুর্বার গতিতে ছুটছে মটর সাইকেল

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দুর্বার গতিতে ছুটছে নজরুল ইসলাম এর মটর সাইকেল মার্কা।

    জানা যায়, উপজেলার ৬নং ধাপের হাট ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে ঘিরে ইউনিয়নের পাড়ায় মহল্লায় ওলিতে গলিতে ছড়িয়ে পরেছে ভোটের আমেজ। প্রতিশ্রুতির পশরা সাজিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।

    ইউনিয়নের যোগ্য কান্ডারী নির্বাচনে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুল চেরা বিশ্লেষণ। কে হবেন তাদের যোগ্য প্রার্থী, কাকে ভোট দিলে ইউনিয়নের উন্নয়ন হবে, কে হবেন গরীব ও অসহায়দের অভিভাবক ও দুর্দিনের বন্ধু!

    এসব প্রশ্নের জবাবে যেনো এক ধাপ এগিয়ে জয়ের দিকে ছুটছে নজরুল ইসলামের মটর সাইকেল।

    ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে এ উপলক্ষে সাইকেল মার্কার পক্ষ থেকে একটি বিশাল মটর সাইকেল শোভাযাত্রা করে তাদের জনপ্রিয়তার জানান দেন। শোভাযাত্রাটি ইউনিয়নের মহাসড়কের তেলের পাম্প থেকে বেড় হয়ে ধাপের হাট বন্দর হয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি পাড়ায় মহল্লায় প্রদক্ষিণ করে মটর সাকেল মার্কার প্রার্থীর নিজ বাড়িতে গিয়ে শেষ হয়। এতে ইউনিয়নের অসংখ্য লোক স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
    এসময় বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে প্রচার লিপলেট বিতরণ করে দোয়া ও ভোট প্রার্থনা করা হয়।

    শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক সাক্ষাতকারে নজরুল ইসলাম জানান, ধাপেরহাট ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে গরীব মেহনতী মানুষের অধিকার রক্ষার স্বার্থে প্রতিটি রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল, মাদ্রাসার উন্নয়ন সহ প্রয়াত সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম এর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ তরান্বিত করার লক্ষ্যে সাধারণ মানুষের চাওয়া পূরণ করতেই মাঠে নেমেছেন তিনি।

    জনগনের এ ভালবাসাই মটর সাইকেল মার্কার বিজয় ছিনিয়ে আনবে বলে দাবী করেন তিনি।

    উল্লেখ্য, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু’র মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় আগামী ৯ মার্চ (শনিবার) ভোট গ্রহণের দিন ধার্য্য করে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

    ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৫,৪০৩ জন। এর মাঝে নারী ভোটার সংখ্যা ১২,৮০৭জন ও পুরুষ ভোটার ১২,৫৯৬ জন।

    আরও খবর

    Sponsered content