• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে তিস্তা নদীর তীব্র ভাঙ্গন

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৯:৩২:৪২ প্রিন্ট সংস্করণ

    মুকুল রাজ,কু‌ড়িগ্রাম জেলা,প্রতি‌নি‌ধি:

    তিস্তা নদীর তীব্র ভাঙ্গ‌নে তিস্তা পা‌ড়ের মান‌ু‌ষের স্বাভা‌বিক জীবনযাত্রাকে বি‌ঘ্নিত করার পাশাপা‌শি জানমা‌লের ব‌্যাপক ক্ষয়- ক্ষ‌তি কর‌ছে,যা শত‌ শত মানুষ‌কে বাস্তুচ‌্যুত ও সর্বস্বান্ত হ‌তে হ‌চ্ছে । নদী গ‌র্ভে স্থাপনা-ফসলী জ‌মি নদী‌তে বিলীন হ‌য়ে‌ছে প্রায় ১২০‌টির বে‌শি প‌রিবা‌রের ।

    এ‌টি বল‌ছি,কু‌ড়িগ্রাম জেলার উ‌লিপুরের দলদ‌লিয়া ইউ‌নিয়া‌নের কর্পূরা মৌজার বসু‌নিয়া পাড়ার মানু‌ষের আহাজা‌রি কান্না আর বাস্তুচ‌্যুত ও সর্বস্বান্ত হওয়ার কথা। গ্রাম‌টির শতা‌ধিক প‌রিবা‌রের বা‌ড়িঘর নদীর তীব্র ভাঙ্গ‌নে স‌রি‌য়ে নি‌চ্ছেন তারা। এছাড়াও হুম‌কির ম‌ু‌খে প‌রে‌ছে ক‌য়েক -শ একর ফস‌লি জ‌মি। এছাড়াও নদী গ‌র্ভে বিলী‌নের উ‌পেক্ষায় কর্পূরা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়, বসু‌নিয়াপাড়া জা‌মে মস‌জিদ ও বন‌্যা নিয়ন্ত্রন বাঁধ।

    এ ছাড়াও স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে‌ছে যে,তীব্র ভাঙ্গ‌ন চল‌লেও সব‌কিছু‌কে উ‌পেক্ষা ক‌রে ,গ্রাম‌টির কা‌ছে অ‌বৈধ ড্রেজারে বালু উ‌ত্তোলন করায় এ‌তে ভাঙ্গ‌নের ঝঁ‌কি আরও বে‌ড়ে গে‌ছে।

    ভয়াবহ ভাঙ্গ‌নের তান্ড‌বে প্রায় শতা‌ধিক প‌রিবা‌রের বসত-‌ভিটা ,গাছপালা,কবর স্থান‌ তিস্তা নদীর সা‌থে মি‌শে গি‌য়ে‌ছে।
    দলদ‌লিয়া ইউ‌নিয়া‌নের স্থানীয় তিস্তা পা‌ড়ের স্থানীয়রা জানান, বর্তমা‌নে বসু‌নিয়াপাড়া যেভা‌বে ভাঙ্গন দেখা দি‌য়ে‌ছে,সরকার দ্রুত প্রতি‌রো‌ধের ব‌্যবস্থা না নি‌লে তিস্তার ভয়াল গর্জনে বসু‌নিয়া পাড়ার ম‌তো যখন-তখন আ‌শে-পা‌শের গ্রাম গু‌লিও বিলীন হ‌য়ে যা‌বে।

    আরও খবর

    Sponsered content