• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    ঠাকুরগাঁও-৩ আসনে অধক্ষ্য গোাপাল চন্দ্র রায়ের হাতুড়ি প্রতীকের গন জোয়ার

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৩ , ১১:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টার

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের হাতুড়ি মার্কায় গন জোয়ার উঠেছে ভোটারদের মুখে মুখে গোপাল চন্দ্র রায় হাতুড়ি প্রতীকের।

    জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে ঠাকুরগাঁও -৩ সংসদীয় আসন গঠিত।তার মধ্যে পীরগঞ্জে উপজেলায় ১০টি ইউনিয়ন ১টি পৌরসভা এবং রানীশংকৈল উপজেলা ৬টি ইউনিয়ন ১টি পৌরসভা রয়েছে।সরেজমিনে দেখা যায়,পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও, বিষ্ণুপুর,খামার সেনুয়া,তরলা,রাধিকা পুর,কুশারিগা,শিববাড়ী,সেনুয়া,কাচন,২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদীপপুর,ভামদা,রাঘবপুর,বাজার দেহা,আকাশীল,গরুরা,দলপতি পুর,কাটাবাড়ী,মালঞ্চা,দেবীতুলী, কোষাডাঙীপাড়া,৩ নং খনগাঁও ইউনিয়নের চাঁদপুর লোহাগারা, দুলগা,শ্যামপুর,শিমুল বাড়ী,বনবাড়ী,বিশ্বাস পুর,খনগাঁও, আলমপুর, উত্তরগাঁও,কালিয়াগঞ্জ উজ্জ্বল কোঠা,ঘিডোব, হবিপুর,৫নং সৈয়দ পুর ইউনিয়নের ভুরবুষিকালী,ভাবনগঞ্জ, নিয়ামতপুর,শিবপুর,বসন্তপুর,কোঠাপাড়া,দেওয়ানাপাড়া,কোষাবিলপাড়া,ভাদুয়া,একতিয়ারপুর,সুর্যপুর,মাচকুড়িয়া,৬ নং পীরগঞ্জ ইউনিয়নের দূর্গাপুর,নারায়ণপুর,গড়গাঁও,বাগমারা, বিশমাইল, পয়েন্ধা,ভেলাতৈড়,বীরহুলি,চাপোর,মছলন্দপুর,৭নং হাজীপুর ইউনিয়নের শাশোহর,ধিহনগর,খটশিংগা,সিন্দাগর, রাতন, লক্ষীপুর,পটুয়াপারা,কৃষ্টপুর,সাটিয়া,সিংগারোল,ভেবরা,কন্যা নন্দনপুর,মালগাঁও,৮নং দৌলতপুর ইউনিয়নের কনপারা,পূর্ব হাজীপুর, দৌলতপু,বাসগাড়া,শাগুনি,কাস্তোর,বিষ্ণুপুর, মল্লিকপুর, কেউটগাঁও,জয়কুর,নানুহার,৯ নং সেনগাঁও ইউনিয়নের হরসূয়া, দেওধা,কানারী,বনডাঙ্গা,বাইসি,উপদৌল,সিন্ধুর্না,বাসন্ডী,দস্তমপুর,দানাজপুর,১০ নং জাবরহাট ইউনিয়নের চন্দোরিয়া,গিলাবারী, করনাই, বৃদ্ধিগাঁও,রনশিয়া,মাটিয়ানী,গোলন্দগা, কলিযুগ, মালঞ্চা,বনদিয়ারা,১১ নং বৈরচুনা ইউনিয়নের রমনা চান্দোহর, পতিলাবিল,আজলাবাদ,ঝাপেরতৈল,দোপাইল,পীরগঞ্জ পৌরসভার মিত্র বাটী,গুয়াগাঁও,ভেলাতৈড়,রঘুনাথপুর, জগথা, রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাংলাগড়, ভেদালী,মালিভিটা,বাবুরিয়া,প্রয়াগপুর,নেকমরদ ইউনিয়নের আলশিয়া,নারায়ণপু,কর্নাই ডাঙ্গীপারা,ঘনশ্যানপুর,বাচোর ইউনিয়নের রাজোরগুয়াগাঁও,বাজেবক্সা,মাধবপুর,লেহেম্বা ইউনিয়নেরকোচল,পার্বতীপুর,বিরাসী,সিংপাড়া,ভবানীপুর,পকম্বা,গোগর,হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া,নাউতনগর,নয়নপুর, নন্দোয়ার ইউনিয়নের মীরডাঙ্গী,বনগাঁও ঘুরে বিভিন্ন জনসূত্রে জানা যায় ১৪ দলীয় জোটের ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের হাতুড়ি মার্কা প্রতীকের গনজোয়ার উঠেছে।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক বলেন আনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ঠাকুরগাঁও – ৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর সকল প্রকার উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাবো ভাই ৭ই জানুয়ারি তারিখে আমার হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার বিনীত অনুরোধ করেন।

    আরও খবর

    Sponsered content